ফেনীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। "জানবে বিশ্ব জানবে দেশ,দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ" -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১০ মার্চ) সকালে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফেনীর উপ-সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ জানে আলম।
সভা শেষে দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরন এবং ফায়ার সার্ভিসের কর্মীদের অংশগ্রহনে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত