ফেনীর পরশুরামে সোমবার রাতে জয়ন্তীনগর সীমান্তফাড়ী বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা ভারত থেকে প্রাচার করার সময় দুই বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্বার করেছে।
মাদক ব্যাবসায়ীরা বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই বস্তা ভারতীয় ফেনসিডিল পালিয়ে যায়।
বিজিবি সুত্রে জানা গেছে সোমবার সন্ধায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) জয়ন্তীনগর সীমান্তফাড়ীর সদস্যরা সদস্যরা সত্যনগর-জয়চাদপুর সীমান্ত থেকে দুই বস্তা ফেনসিডিল উদ্বার করেছে।
মামলার এজহার সুত্রে জানা গেছে উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর-জয়চাদপুর গ্রামের ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ব্যাবসায়ীরা ভারত থেকে দুই বস্তা ফেনসিডিল নিয়ে সুবার বাজারের দিকে যাচ্ছিল এই সময় সত্যনগর ও জয়চাদপুর গ্রামের ব্রীজের কাছে পৌছলে বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ভর্তি বস্তা ফেলে মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায়।
বিজিবির সদস্যরা দুই বস্তা ফেনসিডিল উদ্বার করে এতে ৪৯২ বোতল ভারতীয় ফেনসিডিলি রয়েছে বলে বিজিবি জানায়।
গতকাল (২০ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরে জয়ন্তীনগর সীমান্তফাড়ী বিজিবির সদস্য রাফিউল আলম বাদী হয়ে পরশুরাম থানায় একটি মাদক দব্য আইনে মামলা দায়ের করেন।
পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী দুই বস্তা ফেনসিডিল উদ্বার ও মামলা দায়েরের বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত