বাংলাদেশ স্কাউট’স ফেনী জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক মনোজ কুমার রায় মনোজ কুমার রায় বলেছেন, সুন্দর আগামীর জন্য আমাদের প্রস্তুত হতে হবে। লেখাপড়া করে প্রস্তুত হতে হবে। প্রস্তুত হতে হবে সুশৃঙ্খল থেকে, একাগ্রতার সাথে কাজ করতে করতে, ত্যাগ তিতীক্ষা শিখতে শিখতে, মানুষকে ভালোবাসতে বাসতে, গুরুজন যারা আছেন তাদের কথা মেনে চলতে, সত্যকে সত্য বলতে-মিথ্যাকে মিথ্যা বলতে, প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে এই বোধগুলোকে এখন থেকে ধারণ করতে পারলে আলোকিত মানুষ হতে পারবে।
বাংলাদেশ স্কাউট’স ফেনী জেলার আয়োজনে আলহাজ¦ কোব্বাদ আহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার রাতে অনুষ্ঠিত ৪দিন ব্যাপী ৪র্থ জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আলহাজ¦ কোব্বাদ আহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়’র পরিচালনা পর্ষদ এর সভাপতি আলহাজ¦ নুর আজম, হাজী নজির আহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ নুর উদ্দিন, বাংলাদেশ স্কাউটস’র ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম ফরিদ আহমেদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম রুনা, সদও উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শাহ আলম।
জেলা স্কাউটস লিডার মো. বেল্লাল হোসেন এএলটি এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসকের সহধর্মীনি ছায়া রাণী রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এর সহধর্মীনি রুশী চাকমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মৌসুমী বাইন হীরা, সারওয়ার আলম, মীর রাশেদুজ্জামান চৌধুরী প্রমুখ।
শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান স্কাউটাররা। অনুষ্ঠানে মশাল জ¦ালানো, আগুনের কুন্ডলী, মোমের প্রদীপ, জঙ্গলী ও ফানুস উড়ানো ছিলো নজরকাড়া। এছাড়া কাম্পুরী উপলক্ষে বিশেষ স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়।
এছাড়া সোনাগাজীর আল ফারুক ইনষ্টিটিউট জারি গান, দাগনভূঞা একাডেমী আঞ্চলিক গান, বিষ্ণপুর সরকারী প্রা: বিদ্যালয় লোকগান, শাহীন একাডেমী অভিনয়, লস্করহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় নৃত্য, কুঠিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাইজভান্ডারীর গান ও আহাম্মদপুর আলহেরা একাডেমীর কাব সদস্যরা অভিনয় করে মহা তাবু জলসা মাঠ কাঁপিয়ে তোলে।
কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণ করে জেলার ৩৮টি স্কুলের ২২৮ জন শিক্ষাথী।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত