ফেনীতে ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন’র (বিজিবি) উদ্যোগে বুধবার (১৭ জানুয়ারি) সকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়াম মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ ও মাধক বিরোধী জনসচেতনতা সভার আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২৫ ডিসেম্বর ২০১৬ হতে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ফেনীর সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে চার কোটি ২৪ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে ২৬ হাজার ৯৮ বোতল ভারতীয় মদ, ১শ’ ৮৯ বোতল ভারতীয় বিয়ার, দুই হাজার ৯ শ’ ৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১৩৮.৮০ কেজি ভারতীয় গাঁজা, ৫ বোতল ভারতীয় কোরেক্স, ৭১ লিটার বাংলা মদ, বিভিন্ন প্রকার নেশার ট্যাবলেট ১৬ হাজার পিস। যার মুল্য ৪ কোটি ২৪ লাখ ৯৪ হাজার টাকা ।
মাদক দ্রব্য ধ্বংসকরণ ও জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিলা বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো: আহসানুজ্জামান এসপিপি, জি।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। স্বাগত বক্তব্য রাখেন ফেনী জায়লস্কর ৪-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. সহিদুর রহমান।
প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান হুমায়ুন কবির।
বিজিবি কর্মকর্তা তৈয়বুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ ও ফেনী জি, এ একাডেমীর ছাত্র জামিন হোসেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক-শিকিাসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত