নিজস্ব প্রতিনিধি>> ফেনী শহরের জিএ একাডেমি স্কুলের চারপাশে ভয়াবহ রকম হয়রানির শিকার স্কুলের ছাত্রীরা- এমন তথ্যের ভিত্তিতে আজ দুপুরে স্কুলের আশেপাশে ঝটিকা অভিযান চালিয়ে আরিফ (১৯) নামের এক ইভ টিজারকে পাকড়াও করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
জানা গেছে, শহরের জিএ একাডেমির পেছনে শিশু-কিশোর একাডেমির পাশের ম্যাক্স টেইলার্সের দর্জি দোকানি ওই স্কুলের এক ছাত্রীকে সাইকেলে চড়ে উত্ত্যক্ত করছিল।
এসময় হাতেনাতে আরিফকে ধরে ফেলেন ম্যাজিস্ট্রেট সোহেল। এরপর আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
ম্যাজিস্ট্রেট রানা বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় হাতেনাতে আটক করি আরিফকে। তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শহরের নূরিয়া মসজিদ লেন, সৈয়দনগর সিও অফিস, বনানীপাড়া, জিএ একাডেমির পেছন থেকে আরো ছয় জনকে আটক করা হয়। প্রত্যককে মৌখিকভাবে সতর্ক করা হয়।
জানা গেছে, ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে এলাকাবাসী ইভটিজিংয়ের প্রকোপের ব্যাপারে অভিযোগ করে। তারা জানান, কামাল হাজারী সড়কেও অবাধে চলে স্কুলগামী বাচ্চাদের ওপর ইভ টিজিং। এরই পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) জেলা প্রশাসন ওইসব এলাকায় অভিযান চালায়।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত