ফেনী প্রতিনিধি, নানা আয়োজনের মধ্যদিয়ে ফেনী মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের
আয়োজনে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে উড়াই বিজয় নিশান শ্লোগানে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসব উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার লে: কর্নেল (অব:) জাফর ইমাম বীর বিক্রম।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম, মহিলা সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, অতিরিক্ত জেলা প্রসাশক দেবময় দেওয়ান, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, জেলা
আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম, মার্কেন্টাইল ব্যাংক’র সাবেক চেয়অরম্যান আক্রাম হোসেন হুমায়ুন, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, সোনাগাজী উপজেলা জেয়ারম্যান জেডএম আক্রামুজ্জামান, ফুলগাজী উপজেলা চেয়ারম্যন আবদুল আলীমসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
স্টারলাইন গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সামাজিক সংঘঠনের প্রতিনিধিরা পতাকা হাতে নিয়ে বিজয় উৎসবে অংশ নেয়। উৎসবে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান লে: কর্নেল (অব:) জাফর ইমাম বীর বিক্রম পরে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত