সংবাদদাতা >> ফেনীতে তেল চুরি ও পরিমাপে কম দিয়ে গ্রাহক ঠকানোর অভিযোগ ভ্রাম্যমান আদালতে গতকাল তিনটি পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শ্যামল চন্দ্র বসাক এ ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদাতাল সুত্র জানায়, সোমবার ফেনীর ৮টি পেট্রোল পাম্প পরিদর্শন করে পরিমাপে কম দিয়ে গ্রাহক ঠকানো এবং তেল চুরির অপরাধে তিনটি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়। সে গুলো হলো- সন্ধানী ফিলিং ষ্টেশনকে ১০ হাজার টাকা, এম এম ফিলিং ষ্টেশনকে ৩০ হাজার টাকা ও ষ্টার লাইন ফিলিং ষ্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় বিএসটিআইয়ের চট্টগ্রামের পরিচালক সাইফুর রহমান, পদ্মা অয়েল লিমিটেডের প্রতিনিধি মো. আশ্রাফুল হক ভূঁঞা, মেঘনা পদ্মা অয়েল লিমিটেডের প্রতিনিধি মো. মেহেদী হাসান, যমুনা অয়েল লিমিটেডের প্রতিনিধি সৈয়দ মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদলতের বিচারক শ্যামল চন্দ্র বসাক তিনটি পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানার সত্যতা নিশ্চিত করেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত