প্রেস বিজ্ঞপ্তি
ফেনীতে জেলায় সাইবার অপরাধ ও নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবে তরুণরা। স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফেনী চ্যাপ্টার চ্যাম্পিয়নদের নিয়ে শনিবার ফেনী রিপোর্টার্স ইউনিটিতে চ্যাম্পিয়ন মিটআপ অনুষ্ঠান হয়। সেখানে সংগঠনটির সদস্যরা এ প্রত্যয় করেন।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কাজী মুস্তাফিজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সদস্য সচিব আব্দুল্লাহ হাসান, বীকন মডেল কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল-মামুন, দৈনিক ফেনীর সময়ের সহকারী সম্পাদক আলী হায়দার মানিক ও সততা কম্পিউটারের পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ। আরো ছিলেন ইয়ুথ জার্নালিস্টস্ ফোরামের কেন্দ্রীয় নেতা বুরহান উদ্দিন ফয়সাল, সোনাগাজী সরকারি কলেজের প্রভাষক মো. রাহাত বিন কুতুব, ইনডিপেনডেন্ট টিভির ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, ফেনীর রবির বার্তা সম্পাদক মিজানুর রহমান, ফেনীর সময়ের স্টাফ রিপোর্টার বজলুর রহিম সুমন ও বাংলা নিউজের স্টাফ করেসপনডেন্ট সোলায়মান হাজারি ডালিম।
বক্তারা বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সাইবার হুমকির বিষয়টি ব্যাপক আকার ধারণ করছে। সচেতনতার মাধ্যমেই সমাজে অর্ধেক পরিমান সাইবার অপরাধ কমে যাবে। তাই তৃণমূল পর্যায় থেকে স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়, পাড়া-মহল্লা সবখানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। সচেতনতার সঙ্গে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে।
অনুষ্ঠানে সাইবার সচেতনতার নানা বিষয় এবং শিঘ্রই সংগঠনের ফেনী চ্যাপ্টার কমিটি গঠন বিষয়ে আলোচনা হয়। এতে ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত