স্টাফ >>> ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মধ্যম রামপুর এলাকায় দেশ ট্রাভেলস এর ১ টি বাস তল্লাশী করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গাড়ির চালক ,হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব-৭ সূত্র জানায়,শুক্রবার ভোরে ফেনী ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে কক্সবাজার হতে রাজশাহীগামী দেশ পরিবহনের ১টি বাসের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে রাজশাহীতে পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এবং সিনিয়র এএসপি মিমতানুর রহমান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ফেনী মডেল থানাধীন মধ্যম রামপুর গ্রামস্থ মোঃ আলী মিয়ার গ্যারেজের দক্ষিণ পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে।
এসময় রাজশাহীগামী দেশ পরিবহন এর একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-১৩০০) গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা উক্ত বাসটিকে থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি রাস্তার পাশে থামালে র্যাব সদস্যরা যাত্রী ও গাড়ী তল্লাশী করতে থাকে।
এ সময় বাসটির ড্রাইভার ও রাজশাহী জেলার বোয়ানিয়া থানার তালাইমারী গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম (৫৭),গাড়ির সুপারভাইজার ও একই জেলার গোদাগাড়ী থানার আলীপুর গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫),গাড়ির হেলপার ও একই জেলার চারঘাট থানার জাফরপুর গ্রামের আবুল কাশেম আজাদের ছেলে আশরাফুল ইসালাম স্বপন (৩৫)কে গ্রেপ্তার করে।পরে তাহের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট হতে ৩ হাজার ও বাসের ভিতর লুকিয়ে রাখা স্থান থেকে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।একই সময় বাসটিও জব্দ করা হয়।
র্যাব জানায়,উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা।
র্যাব-৭ স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর সত্যতা নিশ্চিত করেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত