ফেনী প্রতিনিধি, ২৮ অক্টোবর : ফেনী আসার পথে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার স¤পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি। শনিবার বিকাল ৫টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহা সড়কের মোহাম্মদ আলী বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
বিএনপির কেন্দ্রীয় প্রচার স¤পাদক শহীদ উদ্দিন চৌধুরী জানান, খালেদা জিয়ার গাড়ি বহর ফেনীর মহাম্মদ আলী বাজার এলাকায় পৌঁছলে সরকারদলীয় নেতাকর্মীরা তাদের গাড়ি বহরে হামলা চালায়। এসময় সাংবাদিকদের গাড়িসহ ৪টি গাড়ি ভাংচুরের অভিযোগ করেন তিনি।
এদিকে বিকাল ৫টা ১০ মিনিটে তিনি ঢাকা থেকে সড়কপথে ফেনী এসে পৌঁছালে দলীয় নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। ফেনী সার্কিট হাউসে খালেদা জিয়া যাত্রা বিরতি কালে বহরের সঙ্গে আসা দলীয় নেতারা ফেনী সার্কিট হাউজে দুপুরের খাবার খাচ্ছেন। এই উপলে ফেনী জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। বহরে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতাদের জন্য তৈরি করা হয় ৩০ আইটেমের খাবার। মহাসড়কের ফেনীর বিভিন্ন অংশে বিএনপি চেয়ারপার্সনকে অভ্যর্থনা জানায় দলটির নেতাকর্মীরা। ফেনীর মেয়ে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে মহাসড়কের দুপাশে শত শত ব্যানার ফেস্টুন সাটানো হয়। সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের উদেশ্যে তিনি ফেনী ত্যাগ করেন ।
এর আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফর ও ফেনী সার্কিট হাউসে যাত্রা বিরতিকে কেন্দ্র করে জেলা শহরে নেতা-কর্মী সমর্থকদের পথে পথে বাঁধা দিয়েছে বলে অভিযোগ করছে বিএনপি। বিএনপি নেতাদের অভিযোগ তাদের নেতাকর্মীরা যাতে শহরে আসতে না পারে সেজন্যে ফেনী শহরের সঙ্গে জেলার সব উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে মতাসীন দলের নেতাকর্মীরা। শনিবার সকাল ১০ টার পর থেকে বিভিন্ন জায়গা থেকে কোনো গাড়ি ফেনী শহরে ঢুকতে পারনি।
ফেনী জেলা বিএনপির সাধারণ সাধারণ স¤পাদক জিয়াউদ্দিন মিস্টার বলেন, সরকারদলীয় নেতাকর্মীরা ফেনীর সব উপজেলার সঙ্গে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমাদের নেতাকর্মীদেরকে তারা শহরে ঢুকতে দিচ্ছে না। তারা জেলার বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তার পরেও বিএনপি নেতারা কৌশল অবলম্বন করে শহরে আসছে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত