ফেনী প্রতিনিধি, ২৩ অক্টোবর : ফেনীর সোনাগাজীতে যৌতুকের দাবীতে স্ত্রীর গায়ে 
কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে পাষন্ড স্বামী আনোয়াকে গ্রেপ্তার 
করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রাম থেকে গ্রেপ্তার 
করে তাকে । সে ওই গ্রামের আবদুল খালেকের ছেলে ।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায় , প্রায় ৪ বছর পূর্বে চরশাহবিখারী গ্রামের মোঃ ইদ্রিস 
মিয়ার এর মেয়ে জেসমিন আক্তার (২১)এর সাথে বিয়ে হয় আনোয়ার হোসেনের । বিয়ের পর থেকে 
আনোয়ার যৌতুকের দাবীতে বিভিন্ন সময় জেসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো 
। গত রোববার রাতে দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় মধ্যযুগীয় কায়দায় গৃহবধূ 
জেসমিনকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় পাষন্ড স্বামী আনোয়ার ।
পরে গৃহবধূর আতœচিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে তাকে প্রথমে সোনাগাজী 
স্বাস্থ্য কমপ্লেক্রে ও পরে ফেনী হাসপাতালে ভর্তি করে । বর্তমানে হাসপাতালের বিছানায় 
কাতরাচ্ছে জেসমিন আক্তার। 
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অসীম কুমার সাহা 
জানান, আগুনের ঘটনায় জেসমিনের শরীরের উপরের অংশের নানা স্থানে ঝলসে যায়। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। 
 
এ ঘটনায় জেসমিনের বাবা মোঃ ইদ্রিস বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের 
করেছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হুমায়ুন কবীর জানান,গৃহবধূর স্বামী
আনোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।                        
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

          
                                
                                
                                
                                
                                
                                
	                
	                
	                
	                
  
    












