স্টাফ রিপোর্টার>> হকার্স  অনলাইনে  সংবাদ প্রকাশের পর আবারো ২৫টি কুকুর নিধন করলো ফেনী পৌরসভা  ! বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী পৌর পরিদর্শক কৃষ্ণময় ভৌমিক । বৃহস্প্রতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয় । 
এ আগে গত ১ অক্টোবর আবারো ফেনী শহরে বেওয়ারিশ কুকুর বেপোরোয়া হয়ে গেছে শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় ! 
ফেনী পৌরসভার পরিদর্শক কৃষ্ণময় ভৌমিক জানান, সম্প্রতিক সময় কিছু পথচারীকে পাগলা কুকুরে কামড়ালে ৩০০টি কুকুর নিধন করা হয় ।  ২য় পর্যায়ে কুকুরের উপদ্রব বেড়ে গেলে আরো ২৫টি কুকুর শহরের বিভিন্ন স্থান থেকে নিধন হয় বলে তিনি হকার্সকে জানান।
                        
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

          
                                
                                
                                
                                
                                
                                
	                
	                
	                
	                
  
    












