ফেনী ডায়াবেটিক সমিতির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ অক্টোবর রবিবার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও সমিতির সহ-সভাপতি আবদুর রহমান বি.কম।
সমিতির কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ এর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, সদস্য সামী-উল হক সাহীন, বাহার উদ্দিন বাহার, শুকদেব নাথ তপন, আজীবন সদস্য রাজীব খগেশ দত্ত, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন ও আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নাজমুল মোরশেদ চৌধুরী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম-সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম ও সৈয়দ জহির উদ্দিন আকবর (শিপন), যুগ্ম-কোষাধ্যক্ষ আবু নাছের চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য শুকদেব নাথ তপন, মজিবুর রহমান ভূঞাঁ, ফরিদ আহমদ ভূইঁয়া, সাহাব উদ্দিন আহমেদ সিকদার, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী ও রোটাঃ খুরশেদ আলম বাবুল।
এছাড়াও সমিতির আজীবন সদস্যবৃন্দ, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক, সহকারী পরিচালক, আবাসিক মেডিক্যাল অফিসার, চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্র সমিতিকে প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি ফেনীর একটি সর্ববৃহৎ সেবামুলক প্রতিষ্ঠানে পরিণত করতে অক্লান্ত পরিশ্রম করে যাঁরা অমূল্য অবদান রেখেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। মরহুম সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা শেষে প্রধান অতিথি সকলকে নিয়ে কেক কেটে সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান সমাপ্ত করেন।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত














