স্টাফ রিপোটার>> ফেনীতে অটো চালিত সিএনজি চোর চক্রের মূল হোতা আব্দুর রহমান মানিক (৩২)কে চুরিকৃত সিএনজিসহ আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে শহরের বিরিঞ্চি এলাকার কামাল হাজারী সড়ক থেকে তাকে আটক করা হয়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)রাশেদ খান চৌধুরী জানায়, প্রতিদিনের মতো পুলিশের একটি দল কাজিরবাগ বন্দুয়া ব্রীজের উপর টহল দিচ্ছিলেন। পুলিশেরর সন্দেহ হলে একটি অটো চালিত অটো ধাওয়া করে চোরা মানিককে আটক করে। তাকে আটকের আগেই তার সহোযোগী শাফু ও জিয়া গাড়ী থেকে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানান,রবিবার রাতে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের বাহার মিঞার বাড়ী থেকে অভিনব কায়দায় ঘরের তালা কেটে ২ টি সিএনজি চালিত অটো চুরি করে মানিক চক্রের সদস্যরা। ফেনী মডেল থানা পুলিশ একটি উদ্ধার করে এবং আরেকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ।
আটককৃত আবদুর রহমান মানিক ফুলাগাজী উপজেলার দক্ষিন আনন্দপুর গ্রামের                        
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

          
                                
                                
                                
                                
                                
                                
	                
	                
	                
	                
  
    












