ফেনী শহর ব্যাবসায়ী সমিতির উদ্যেগে রোহিঙ্গাদের মাঝে ত্রান বিতরন সম্পূর্ণ ফেনী-১৯ সেপ্টেম্ভর,২০১৭ ফেনী শহর ব্যাবসায়ী সমিতির উদ্যেগে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা শরনার্থী শিবিরে ত্রান বিতরন সম্পূর্ণ হয়েছে।গত শনিবার ফেনী থেকে প্রায় অর্ধ কোটি টাকার ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ নিয়ে টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা দিয়েছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির নেতারা। গত দুদিন তারা উখিয়ার কুতুপালং, হোয়াইকং, টেকনাফের লেদা, পালংখালী বাজার সহ বিভিন্ন স্থানে আশ্রয়নেয়া রোহিঙ্গাদের মাঝে এই ত্রান সামগ্রী বিতরন করেন। এর আগে শনিবার ফেনী থেকে প্রায় অর্ধ কোটি টাকার ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ নিয়ে টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা হয়েছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির নেতারা। ফেনী সদরের ট্র্যাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেছিলেন ফেনী ২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী জানান, গত কয়েকদিন ধরে সমিতির সদস্যরা শহীদ মিনার প্রাঙ্গণে প্যান্ডেল টাঙিয়ে ত্রাণ সংগ্রহ করেছেন। শহরবাসী এখানে নগদ টাকা ছাড়াও কাপড়, খাবার পানি, চাল, আলু, মুড়ি, চিড়া, বিস্কুটসহ নানারকম শুকনো খাবার দিয়ে গেছেন। সব মিলিয়ে ১০ ট্রাকের মতো মালামাল নিয়ে সমিতির একটি দল শনিবার বিকেলে টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা হয়েছিলাম এবং তা রোহিঙ্গাদের মাঝে সুষ্ঠভাবে বিতরন সম্পর্ন হয়েছেন। সমিতির সভাপতি মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে আটকেপড়া রোহিঙ্গা শরণার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা সমিতির পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করি। এখানে যারা সহায়তা দিয়েছেন তিনি তাদের ধন্যবাদ জানাই। তিনি আরো জানায় সব মিলিয়ে আমরা প্রায় অর্ধ কোটি টাকার ত্রাণ অসহায় রোহিঙ্গাদের মাঝে সুষ্ঠও সুন্দরভাবে বিতরন করতে পেরেছি। যোগাযোগ-পারভেজুল ইসলাম হাজারী-০১৭১১১৪২১৬৪
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত