সংবাদদাতা>> ফেনীর ছাগলনাইয়ায় শিশু কণ্যা (ভাতিজি) ধর্ষণের দায়ে লম্পট চাচা মোঃ হানিফ (৪৮)কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রাম এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামের মনির আহাম্মদের মেয়ে উত্তর কুহুমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীতে পড়ে । শনিবার বিকালে সে খেলা করছিলো। এ সময় খেলা থেকে ডেকে নিয়ে যায় শিশুরটির আপন চাচা মৃত হোসেন আহাম্মদের ছেলে লম্পট মোঃ হানিফ (৪৮) । পরে তাকে ফুসলিয়ে বাড়ীর পাশের পুকুরের পাড়ে নিয়ে ধর্ষণ করে । স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনা জানাজানি হলে রাতেই স্থানীয় লোকজন লম্পট চাচা মোঃ হানিফ (৪৮)কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু জাফর মোহাম্মদ ছালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণকারী মোঃ হানিফ (৪৮) বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত হানিফ শিশুটির চাচা হন। সে পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
                        
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

          
                                
                                
                                
                                
                                
                                
	                
	                
	                
	                
  
    












