ফেনী প্রতিনিধি, ৩০ জুুন : ফেনীর সোনাগাজীতে পুলিশের টহল গাড়িতে ডাকাতের হামলার ঘটানায় ৪ পুলিশ সদস্য আতহ হয়েছে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে ১ ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার ভোরে বাদামতলিতেে এ ঘটনা ঘটে । সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) হুমায়ন কবির রাইজিংবিডিকে জানান, ৬ সদস্যের একটি পুলিশ টহলগাড়ী কাজ শেষ অফিসে ফেরার পথে ওঁত ফেতে থাকা ডাকাত দল হামলা চালায়। হামলায় এসআই বুদেব সরকার, কনেস্টেবল হানিফ মিয়া, আবদুল লতিফ ও সুদেব চাকমা আহত হয়। এসময় পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে শরিফ হোসেন নামে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়। আহত পুলিশ ও ডাকাতকে ফেনী জেলা সদর হাসপাতালে ও সোনাগাজী স্বাস্থ্য কমলেক্সে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর অন্যান্য ডাকাত সদস্যদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

          
                                
                                
                                
                                
                                
                                
	                
	                
	                
	                
  
    












