ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিষাক্ত জেলিযুক্ত আড়াই মণ চিংড়ি জব্দ ও অসাধু উপায় অবলম্বন করায় এক ব্যাবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম সোহেল রানা জানান, (০৫ জুন) সোমবার ভোরে জেলা প্রশাসক কার্যালয়েরর বিপরীতে ফেনীর সর্ববৃহৎ মাছের আড়তে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলা মৎস কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।অভিযানকালে জেলীযুক্ত চিংড়ি বিক্রির অপরাধে শাহজালাল মাছের আড়তের মালিক মো: জালালকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। এসময় জেলিমিশ্রিত আড়াই মণ চিংড়ি জব্দ করার পর ধ্বংস করা হয়।তিনি জানান, ওই আড়তে বাংলাদেশ ফিশিং, জননী ফিশিং, বারো আউলিয়া ফিশিং, আদর্শ ফিশিং, শাহজালাল ফিশিংসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এই ভয়াবহ প্রতারণার সাথে জড়িত। তারা ধরণ পরিবর্তন করে বিভিন্ন সময়ে ভিন্নভাবে ধোকা দিচ্ছে ক্রেতাদের।তিনি বলেন, মাছ ব্যাবসায়ীরা অসাধু উপায় অবলম্বন করে চিংড়ির পেট ও পিঠের ভেতরে বিষাক্ত জেলী ঢুকিয়ে ৮০০-৮৫০ গ্রাম চিংড়ি মাছের ওজন ১কেজি বা তারও বেশি বৃদ্ধি করে বিক্রি করছে । বিষাক্ত জেলী ব্যবহারের ফলে ভয়াবহ প্রতারণাসহ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে ভোক্তারা। ঠকছে সাধারণ মানু্ষ।ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সোহেল রানা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক মাছ ব্যাবসায়ীর কাছ থেকে জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত