জাকের হায়দার সুমন, ছাগলনাইয়া
উপজেলার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া ওয়ার্ডের নাসির গ্রাম সড়কটি যেন মরণ ফাঁদ। অবস্থা দৃষ্টে স্থানীয়রা বলেন স্থলভাগে বাস করলেও তারা যেন এই সড়কটির কারণে বিচ্ছিন্ন কোন দ্বীপের বাসীন্দা। ২০০০ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ছাগলনাইয়া কার্যালয় এই সড়কটির ৬৯০ মিটার কার্পেটিং করে। ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ-চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘেঁষে প্রায় ৪ কি. মি. এই সংযোগ সড়কটিতে বাস করে ৪ গ্রামের প্রায় ৪ হাজার লোক। রয়েছে ১ টি প্রাথমিক ও ১ টি মাধ্যমিক বিদ্যালয়, ১ টি দাখিল মাদ্রাসা। ২০০০ সালে কার্পেটিং করা রাস্তাটির পিচ উঠে এতই করুণ অবস্থা হয়েছে, দিন দুপুরে পায়ে হাটা দুস্কর! ১৭ বছর পরও রাস্তাটি মেরামত না হওয়ায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাস্তাটির পাশ ঘেঁষে “বার মাসি” খাল বয়ে যাওয়ায় কোথাও কোথাও খালে রাস্তাটি বিলিন হয়ে গেছে। ফলে ৪ কি. মিটার শেষ প্রান্তের লোকজন অসুস্থ্য হলে বা জরুরী প্রয়োজনে উপজেলা বা জেলা সদরে যেতে ১০ মিনিটের পথ ফাঁড়ি দিতে ২ ঘন্টা সময় লাগে। ততক্ষনে প্রাণ যায় যায় অবস্থা। এ্যাম্বুলেন্স বা অন্য গাড়ী দূরে যাক খালি সাইকেল ধরেও কেউ হাটতে পারে না। গ্রামের লোকজন অভিযোগ করেন রাস্তাটি মেরামাত বা সংস্কার করতে তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, এলজিইডির উপজেলা প্রকৌশলীকে দরখাস্ত দিলেও তারা গ্রামবাসীকে প্রতিশ্রুতি দূরে থাক আবেদনেরও কোন পাত্তা দেয়নি। উপায়ান্তর না দেখে রাস্তা সংস্কারের দাবীতে গ্রামের হাজার হাজার নারী-পুরুষ, শিশু, ছাত্র-ছাত্রী রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেছে। পূণঃরায় স্মারকলিপি দিলেও কোন কাজ হচ্ছে না। এ অবস্থায় অনেকে গ্রাম ছেড়ে পৌর শহরে ইচ্ছের বিরুদ্ধে সন্তানদের পড়া-লেখা ও চিকিৎসার জন্য বাসা ভাড়া করে রয়েছেন। এতে তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। ১৭ বছর তারা জীবন হাতে নিয়ে চলা ফেরা করছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক মাহবুব সমকালকে জানান রাস্তাটি মেরামত ও কাঁচা অংশ পাকা করনের জন্য তিনি প্রস্তাবনা পাঠিয়েছেন এলজিইডির নিকট। এলজিইডির উপজেলা প্রকৌশলী নজিবুর রহমান ও কার্যসহকারী মাঈনুদ্দিন সমকালকে জানান পিচ করা ৬৯০ মিটারসহ দেড় কি. মি. রাস্তা পাকা করনের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এমপির ডিও লেটার নিয়ে। শীঘ্র্র্রই বরাদ্দ পাবেন বলে তারা আশাবাদী।                        
 
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

 
           
                                _21-02-2018.jpg) 
                                 
                                 
                                 
                                _11-7-2017_(3).jpg) 
                                 
	                 
	                 
	                 
	                 
  
    













