 
                      
                    
                    
                    
                        
                        নিজস্ব প্রতিনিধি, সমস্যার  বেড়াজালে আটকে রয়েছে ফেনীর ‘ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার’। দেখভালের দায়িত্ব যাদের দায়িত্ব পালন করছেন না তারা ঠিকভাবে। জাদুঘর ও গ্রন্থাগার বন্ধ থাকে বেশিরভাগ সময়। বরং মাদকসেবীদের আনাগোনাই সেখানে বেশি। ফেব্রুয়ারি মাস ছাড়া সালাম নগরের খবরই রাখে না কেউ।
ফেনী শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে দাগনভুঞা উপজেলার মাতুভূঞার সালামনগরে ভাষা শহীদ সালামের বাড়ী। তার একটি ছবি ছাড়া নেই কোনো স্মৃতিচিহ্ন। রয়েছে একটি জাদুঘর ও গ্রন্থাগার। কিন্তু প্রতিষ্ঠার আট বছরেও তা পায়নি পূর্ণতা। দেখভালের জন্য একজন থাকলেও ভবনটি খোলা হয় না সময়মতো। দর্শণার্থীরা তাই হতাশ হয়ে ফিরে যান বাড়িতে। এ সুযোগে ভাষা শহীদ সালামের বাড়ি এখন মাদবসেবীদের আড্ডাস্থল।
বাড়ির পাশেই লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাষা শহীদ সালামের নামে এটির নামকরণের দাবি বহু আগের। সালাম নগর যাওয়ার রাস্তাটি ফেনী নদীর জোয়ার ভাটার ভাঙ্গনে অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু তা সংস্কারে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট বিভাগের। স্থানীয় ইউনিয়ন পরিষদ কিছুটা সংস্কার করলেও নদীর ভাঙনের টিকছে না রাস্তাটি।
ফেনী জেলা পরিষদের তত্ত্বাবধানে গ্রন্থাগার ও জাদুঘর দেখভালে কর্মচারী নিয়োগ দেয়া হলেও দায়িত্ব পালনে তারা ব্যর্থ। ৫২’র ভাষা শহীদের স্মৃতিতে নির্মিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি সঠিক রক্ষণাবেক্ষণ করে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে কর্তৃপক্ষ আরো উদ্যোগী হবে। এমন প্রত্যাশা এলাকাবাসীর।                        
 
						
				
				
								
				নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত

 
           
                                _21-02-2018.jpg) 
                                 
                                 
                                 
                                _11-7-2017_(3).jpg) 
                                 
	                 
	                 
	                 
	                 
  
    













