
মোঃ জয়নুল আবদীন, পরশুরাম সংবাদদাতাঃ:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তার সুস্থতা কামনায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মধ্যে সাব্বির হোসেনের নেতৃত্বে খাবার বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল শনিবার(১৬ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশপাশে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরশুরামের কৃতি সন্তান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন,সালমান আহমেদ, সজীব, টনি, রোমান, সম্রাট, রাকিব, রাইসুল রুবাই , রাহাত গাজী, আবিদ হাসান, সুইট , তোহা, মাহবুবসহ জাবি ছাত্রদলের নেতৃবৃন্দ।
সাব্বির হোসেন বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন। আমরা তার সুস্থতা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে বেগম জিয়ার আরোগ্য কামনা করছি।