ফেনী সদর উপজেলা জামায়াতের
রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
সংবাদদাতা :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলার উদ্যোগে ‘রুকন শিক্ষা শিবির’ শহরের দারুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুনুর রশিদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ফেনী জেলা আমীর মুফতী আবদুল হান্নান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সবাইকে সর্বোচ্চ উজাড় করে দিয়ে কাজ করে যেতে হবে। প্রধান বক্তা মুফতি আব্দুল হান্নান বলেন ইসলামী আন্দোলনের জন্য সবাইকে তার জান মালের কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে।