
শিশু রাইসার লেখা ‘দ্য হন্টেড হাউজ’ বইয়ের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী রাকিব হোসাইনের কন্যা রাইসা হোসাইন রচিত ‘দ্য হন্টেড হাউজ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেবু লাল দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, লন্ডন প্রবাসী রাকিব হোসাইন (রাইসার পিতা), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, উপজেলা কৃষক দলের নেতা নুর করিম।
এছাড়াও সোনাগাজী প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ আবদুল হান্নান, সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোতাহের হোসেন ইমরান, সাংবাদিক বাহার উল্যাহ বাহার এবং মতিগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা ফারুক মিয়াজীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. হাবিবুল ইসলাম রিয়াদ।
রাইসা হোসাইনের পিতা রাকিব হোসাইনের বলেন, আমার ছোট্ট মেয়ে রাইসা হোসাইনের লেখা প্রথম বই ‘দ্য হন্টেড হাউজ’-এর মোড়ক উন্মোচন আমাদের পরিবারের জন্য একটি অত্যন্ত গর্বের ও আবেগঘন বিষয়। সে ছোট বয়সেই লেখালেখির প্রতি যে আগ্রহ ও ভালবাসা দেখিয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
আমি মনে করি, প্রতিটি শিশুর ভেতরে সৃষ্টিশীলতার একটা দীপ্তি থাকে। আমাদের দায়িত্ব সেই দীপ্তিটাকে সাহস, সমর্থন আর ভালোবাসার মাধ্যমে জ্বালিয়ে রাখা। আমি রাইসার জন্য সেই পরিবেশ তৈরির চেষ্টা করেছি মাত্র।
বিশেষভাবে ধন্যবাদ জানাই সোনাগাজী উপজেলার সকল গণ্যমান্য অতিথি, শিক্ষক, সাংবাদিক এবং শুভাকাঙ্খীদের, যারা আজকে এই অনুষ্ঠানে এসে আমাদের আনন্দকে আরো মহিমান্বিত করেছেন।