
বাংলাদেশ খেলাফত মজলিস
ফেনী পৌর শাখার কমিটি গঠিত
শহর প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী পৌর শাখার ২০২৫-২৬ সেশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। পৌর শাখার মজলিসে শূরার অধিবেশনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা ওমর ফারুককে সভাপতি ও মাওলানা সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়। উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেনী-২ আসনের ঘোষিত রিকশা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হারুনুর রশিদ ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, সহ-সভাপতি মাওলানা আমীর হোসাইন, মাওলানা মুনীরুল ইসলাম, সাধারণ সম্পাদক ক্বারী আবু বক্কর ছিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুফতী মামুনুর রশীদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা জামাল উদ্দীন ও যুব মজলিস ফেনী জেলা সভাপতি শাহ মুহাম্মদ জুনায়েদ।
নবগঠিত ফেনী পৌর শাখার অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আজিজুল হক, সহ-সভাপতি মাওলানা জাফর উল্যাহ, ডাক্তার শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন, বায়তুল মাল সম্পাদক মোঃ আজিজুল হক, সমাজকল্যাণ সম্পাদক ইফতেখারুল আলম, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রিপন, অফিস সম্পাদক মোঃ ফয়েজ উল্যাহ, নির্বাহী সদস্য, মাওলানা এয়াছিন, আবদুল বারেক প্রমুখ।