
সোনাগাজীর নবাবপুর ইউপি’র উদ্যোগে
বর্ষাকালীন উপহার বিতরণ
সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের নির্বিঘেœ স্কুল কলেজে যাতায়াতের লক্ষে ছাতা বিতরণ অনুষ্ঠান সোমবার (১২ মে) বিকালে স্থানীয় বিসি লাহা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বর্ষাকালীন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এটি একটি ঐতিহাসিক জনপদ। ফেনীর মানুষ আমাদের দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ধর্ম প্রচারেও এ ফেনীর মানুষের কন্ট্রিবিউশন আছে। আমাদের মনে হচ্ছে যে শিক্ষার কোয়ালিটিতে আমাদের কাজ করার সুযোগ আছে। চেয়ারম্যান সাহেব যে উদ্যোগগুলো নিয়েছে এগুলো কোয়ালিটি এডুকেশনকে উৎসাহিত করছেন। সামাজিক রোগের একমাত্র ঔষুধ কোয়ালিটি পুল শিক্ষা। এরকম উদ্যোগগুলোতে জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) গোলাম মোঃ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুমেন শর্মা, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) তানিয়া আক্তার লুবনা।
বক্তব্য রাখেন বিসি লাহা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম বাদশা, পল্লীবিদ্যুৎ সমিতি ফেনী জেলার সভাপতি মাওলানা নুর নবী, ভোরবাজার এড. বেলায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, তাহেরা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরণ চন্দ্র পাল। এছাড়া মুক্তিযোদ্ধাবৃন্দ, স্কুল মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জিন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের যৌথ সঞ্চালনা করেন নবাবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন ও যুবদল নেতা মোঃ মাসুদ।