
গণসমাবেশে আল্লামা মামুনুল হক
ফেনীর ৩টি সংসদীয় আসনে
রিকশা প্রতীকের প্রার্থী ঘোষণা
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য ফেনীর তিনটি নির্বাচনী আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। ঘোষণাকৃত প্রার্থীরা হলেন ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ফেনী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাজমুল আলম, ফেনী-২ (সদর) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। তাঁদের হাতে দলীয় প্রতীক রিকশার ক্রেস্ট তুলে দেন এবং গণ সমাবেশে হাত তুলে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রদান শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা আল্লামা মামুনুল হক প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ গণসমাবেশের কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।
প্রার্থীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত। তাই খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সবাই মিলে মেহনতি মানুষের প্রতীক রিক্শা’র পক্ষে গণজোয়ার তৈরী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।