
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
গাঁজাসহ ৩ জন গ্রেফতার
শহর প্রতিনিধি ঃ
ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করেছে। জানা যায়, বুধবার (৭ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারের নেতৃত্বে ফেনী সদর উপজেলার কালিপাল দশমীঘাট, বেদেপল্লী সংলগ্ন কাবাব ও সন্ধানী ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজাসহ হাতেনাতে ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী লক্ষীপুরের মোঃ সজিব (১৯) ও ফেনী সদর উপজেলার পশ্চিম সিলোনিয়া আনোয়ার হোসেন (৫৫) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং রংপুরের মোঃ মাসুদ রানা (২০)কে ২ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেন।