
খেলাফত মজলিস ফেনী শহর শাখা পুনর্গঠন
মুহাম্মদ ইউনুস সভাপতি, আবদুর রহীম সেক্রেটারি
সংবাদদাতা : খেলাফত মজলিস ফেনী শহর শাখা পুনর্গঠন উপলক্ষে রবিবার (২৭ এপ্রিল) শহরের আল-সাফা মিলনায়তনে শাখার মজলিসে শুরার সাধারণ অধিবেশনের আয়োজন করা হয়। শাখা সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ফেনী জেলা শাখার সাবেক সভাপতি প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলি মিল্লাত।
শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন জেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী। শুরা সদস্যের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি পুন:নির্বাচিত হন মাওলানা মুহাম্মদ ইউনুস ও সেক্রেটারি পুন:নির্বাচিত হন মাওলানা আবদুর রহীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সহ সেক্রেটারি মুহাম্মদ সাইফুল্লাহ ভুঁইয়া, যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ সা’দ উদ্দিন, প্রচার সম্পাদক আবু মুবাশ্বির, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা করিমুল্লাহ ভুঁইয়া, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সেক্রেটারি আবদুল্লাহ আল নাঈম।