
ফেনীতে সাংবাদিককে ছাত্রদল
নেতার প্রাণনাশের হুমকি
সংবাদদাতা : ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজমকে প্রাণনাশের হুমকি দিয়েছেন জিল্লুর রহমান নামে এক ছাত্রদল নেতা। জিল্লুর ফেনী জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক।
সোমবার (২৮ এপ্রিল) দৈনিক ফেনীর সময় এ ‘ফেনী কলেজ গেইটে ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জিল্লু ক্ষুদ্ধ হয়ে আরিফ আজমকে ফোনে হুমকি দেয়। এ বিষয়ে আরিফ আজম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে জিল্লু তার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দেয়।
ফেনী মডেল থানার ওসি সামছুজ্জামান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হুমকিদাতাকে আইনের আওতায় আনা হবে।