
আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে
ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে
ফেনীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার : দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে ফ্যাসিস্টের দোসর ও দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচারকারী মেঘনা গ্রæপের চেয়ারম্যান কর্তৃক ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক, পেশাজীবি এবং ছাত্র প্রতিনিধিরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উক্ত মানববন্ধন উপস্থিত বক্তৃতারা আপসহীন সম্পাদক মাহমুদুর রহমানের নিকট নিঃশর্ত ক্ষমা চেয়ে মেঘনা গ্রæপের চেয়ারম্যান মোস্তফা কামালকে দ্রæত এ মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সঙ্গে বর্তমান অন্তবর্তী সরকারকে ৭১ টিভিসহ গ্রæপটির সকল সম্পদ ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে জনআকাঙ্কা পুরণের প্রস্তাব করেন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, এবি পাটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম বাদল, খেলাফত মজলিসের সহ-সেক্রেটারী আজিজ উল্যাহ আহম্মাদী, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোন্দকার, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম উদ্দিন মাহমুদ, দিলদার হোসেন স্বপন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী।
দৈনিক আমার দেশ পাঠক মেলা জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ এর জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলার সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ, কামাল উদ্দিন, ফিরোজ আলম, ইসলামি ছাত্র শিবিরের জেলা কলেজ বিষয়ক সম্পাদক মো. এয়াছিন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরউল্যাহ কায়ছার, প্রশিক্ষণ সম্পাদক সফিউল্লাহ রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক সোলাইমান হাজারী ডালিম, জেলা স্বেচ্ছাসেবক পরিবারের নেতা ওসমান গনী রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় মোহাইমিন তাজিম, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখার, তরুণ সংবাদকর্মী এম এ আকাশ প্রমূখ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফেনীর চারণ কবি মঞ্জুর তাজিম, রিপোর্টার্স ইউনিটির সাবেক দপ্তর সম্পাদক মফিজুর রহমান, টিভি সাংবাদিক নজির আহমদ রতন, সমির উদ্দিন, পাঠক মেলার সদস্য রিয়াজ উদ্দিন স্বপন, আবরার হোসেন, মো.ইউনুস, সংবাদকর্মী জহিরুল ইসলাম রাজন, আমার দেশ দাগনভূঞা প্রতিনিধি মোকাররম হোসেন পিয়াস, সংবাদকর্মী ইদ্রিস রিয়াদ, এম কাওছার প্রমূখ।