
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, মজলুম কারা নির্যাতিত জনপ্রিয় নেতা শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ফেনী আসছেন। এ কর্মসূচি সফল করতে এবং রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী জেলার নেতা-কর্মীরা দফায় দফায় বৈঠক, গণসংযোগ, লিপলেট বিতরণ, জেলা জুড়ে পোস্টার-ফেস্টুন সাঁটানোসহ ধারাবাহিক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা হারুনুর রশিদ ভূঞার নেতৃত্বে বেশ কয়েকটি টিম জেলার কাওমী মাদ্রাসায় গিয়ে গণসমাবেশ সফল করতে মতবিনিময় ও লিপলেট বিতরণ করেছে। গণসমাবেশ ঘিরে ফেনীর নেতা-কর্মীরা ও কাওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। জেলার নেতারা জানান, আমাদের প্রচার টিম যেখানে যাচ্ছে, সেখানে ব্যাপক সাড়া পাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক একজন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ও ইসলামের পক্ষে সাহসী প্রতিবাদী কণ্ঠস্বর। তাই ফেনীর এ গণসমাবেশে দলীয় নেতা-কর্মী, কাওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শাপলা চত্বরে হেফাজত কর্মীদের নির্মম গণহত্যার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা আয়োজিত এ গণসমাবেশের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর শাইখুল হাদীস মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহম্মেদ, যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান ও কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া। এতে সভাপতিত্ব করবেন জেলা কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন। এ গণসমাবেশকে ঘিরে ফেনীতে মজলিস নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং সমাবেশে দলীয় প্রধান ফেনীর ৩টি নির্বাচনী আসনে রিক্সা প্রতীকের দলীয় প্রার্থীদের নাম ঘোষণার কথা রয়েছে।
কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া জানান, আল্লামা মামুনুল হকের ফেনী সফরকে ঘিরে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। আশা করি এ গণসমাবেশে রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হবে। জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর ছিদ্দিক জানান, ফেনীর গণসমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করতে আমরা জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। প্রশাসনসহ সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথেও বৈঠক করেছি। সকলেই গণসমাবেশ সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি শাহ মুহাম্মদ জুনায়েদ বলেন, দলীয় প্রধানের এ আগমনকে ঘিরে তৃণমূলে ব্যাপক গণসংযোগ করা হচ্ছে। এছাড়াও জেলা উপজেলা শহরে ব্যানার ফেস্টুন ও পোস্টার সাঁটানো হয়েছে।