
ফেনীতে পরিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের
স্যালাইন ও পানি বিতরণ
শহর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ফেনীতে এসএসসি, দাখিল ও সমমনা পরিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে শহরের আলিয়া মাদ্রাসা কেন্দ্রের সামনে ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রশিদ আহমদ মজুমদার এর নেতৃত্বে নেতাকর্মীরা পরিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় পানির বোতল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার খুরশিদ আলম জাবেদ, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সালা উদ্দিন আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সহ সম্পাদক শাহাদাত হোসেন মজুমদার, ছাত্রনেতা নেছার উদ্দিন বাপ্পী, জেলা সদস্য ও ফেনী সদর উপজেলা ছাত্রদল নেতা আল মোমিনুর রহমান তারেক, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী, ছাত্রনেতা মোহাম্মদ আলী সোহেল, ল’কলেজ ছাত্রদল নেতা আব্দুল আলীম সম্রাট, ফেনী ইউনিভার্সিটির ছাত্রদল নেতা অকিব মজুমদার, ছাত্রনেতা জাহিদুল ইসলাম শাওন প্রমুখ।