
ফুলগাজীতে মাদকসহ ১ জন গ্রেফতার
সংবাদদাতা : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী বাজারস্থ আলমগীর স্টোরে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে গ্রেফতার করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার (১২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী বাজারস্থ ব্রাক ব্যাংক সংলগ্ন রাস্তার পূর্ব পাশে আলমগীর স্টোরে অভিযান চালিয়ে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২৮৮ টি বোতলে ৪৮.৯৬০ লিটার এক্স পাওয়ার ফিলিংস নামীয় সিরাপ যাহা মাদকদ্রব্য মিশ্রিত বা উদ্ভূত উদ্ধার ও জব্দ করেছে। এ সময় ফুলগাজীর উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের চৌধুরী বাড়ির মোঃ আলমগীর (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।