
ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
গাঁজাসহ ২ জনের জেল জরিমানা
শহর প্রতিনিধি :
ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ জনকে গাঁজাসহ গ্রেফতার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোঃ আবু তাহের ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে শহরের পশ্চিম ডাক্তার পাড়ার মোঃ জাহাঙ্গীর আলম (৬৫) ও দাগনভূঁঞার মোমারিজপুর গ্রামের মোঃ নূর আলম (৪৭) কে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড প্রদান করেন।