
ফেনীতে মাদক বিরোধী অভিযানে
৪ জনের জরিমানা ও কারাদন্ড
শহর প্রতিনিধি :
ফেনীতে মাদক বিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সজীব তালুকদার রবিবার (৬ এপ্রিল) ফেনী মডেল থানাধীন কালিপাল দশমীঘাট এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৪ জন গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।
মোঃ আল আমিন (২৪) কে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড, আব্দুল করিম (৩৫)কে ত্রিশ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড, মোঃ মনির হোসেন (২০)কে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড এবং মোঃ ইউসুফ (৩৬)কে ত্রিশ দিন বিনাশ্রম কারাদন্ড ও সাতশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।