
পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে সাবেক দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ছাত্রশিবির। ইফতার মাহফিল সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
শনিবার(২৯ মার্চ) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিকাল থেকে কমিউনিটি সেন্টারের দুইটি হল নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিমকোট বারের সাবেক সহ সভাপতি এডভোকেট ও জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি ।
সাবেক শিবির নেতা মেহেদী হাসান সবুজ, আবদুল আজিজ রুবেল, মাসুদ রানা, জামশেদ চৌধুরী ও শাকিব আজিজের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে সাবেক ও বর্তমান ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।