
ফেনীতে ৩ মাদকসেবীর জেল-জরিমানা
শহর প্রতিনিধি :ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদকসেবীর জেল-জরিমানা করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) ফেনী পৌরসভার মাষ্টার পাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে তিন মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। অভিযানে প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা জরিমানা এবং প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।