
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির
সহ-সভাপতি দায়িত্ব পেলেন ফেনীর মোহাম্মদ নূর ভ‚ঁইয়া
স্টাফ রিপোর্টার :
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ নূর উল্ল্যাহ ভ‚ঁইয়া। গত শনিবার (৮ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মনির আহম্মেদ স্বাক্ষরিত এক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানানো হয়। তাতে উল্লেখ করা হয়। গত ৫ মার্চ থেকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ নূর উল্ল্যাহ ভ‚ঁইয়াকে দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রাশেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন আরজু তার দক্ষতা, সততা, মেধা ও মনন দিয়ে সংগঠনকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে সক্ষম হবে।
উল্লেখ্য, নবনিযুক্ত সহ-সভাপতি মোহাম্মদ নূর উল্ল্যহ ভূঁইয়া ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের আব্দুল গোফরান ভ‚ইঁয়া পুত্র। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।