
ফেনীতে শিক্ষক সমিতির আয়োজনে
অবসর সুবিধা, চিকিৎসা সহায়তা প্রদান ও ইফতার মাহফিল
শহর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের অবসর সুবিধা, চিকিৎসা সহায়তা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) শহরের বাঁশপাড়া কোয়ার্টারে অবস্থিত শিক্ষক সমিতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাং আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এমএ খালেক, এয়াকুব নবী, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক, ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা কৃষক দলের সভাপতি চরচান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন, জেলা স্কাউটসের কমিশনার একেএম ফরিদ আহমেদ, জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির মহাসচিব মহিউদ্দিন খোন্দকার ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি একেএম মনির আহমেদ ভূঁঞা ও অর্থ সম্পাদক জহির উদ্দিন মজুমদার। বক্তারা ফেনী জেলা শিক্ষক সমিতির কর্মকান্ডকে সক্রিয়ভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন এবং শিক্ষকদেরকে দল-মতের ঊর্ধ্বে থেকে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে যথাযথ দায়িত্ব পালনের পাশা-পাশি সমিতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
ইফতার পূর্ব দেশ-জাতির সুখ-শান্তি ও শিক্ষকদের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. তাজুল ইসলাম ভূঁইয়া। শেষে বিগত সময়ে ফেনীতে কর্ম থেকে অবসর নেয়া ৩৮ জন শিক্ষককে অবসর সুবিধা ও ছয়জন শিক্ষককে চিকিৎসা সহায়তা বাবত দুই লাখ টাকা প্রদান করা হয়।