
পরশুরা ফুলগাজী(ফেনী)প্রতিনিধি:
পরশুরামে পিস ফ্যাসিলেটটর গ্রুপ (পিএফজি) এর আয়োজন সম্প্রীতি সমাবেশ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা অফিসার্স ক্লাবে দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক কো-অর্ডিনেটর খোদেজা বেগমের ব্যবস্থাপনায় ও সুজনের উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আরিফুর রহমান।
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সহিংসতা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন অংশীজনদের নিয়ে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্টেবিলিটি (এমআইপিএস) ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় সম্পীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম,পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল হালিম, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল কাদের মিনার।
সমাবেশে নারী নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাই একযোগে কাজ করার আহবান জানান অতিথিবৃন্দ।
পিএফজি'র উপজেলা কো-অর্ডিনেটর এমএ হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির,যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি এনামুল কাউসার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি, যুগ্ম আহবায়ক নুরুল আবছার চৌধুরী কমল,আদিল মজুমদার,জহিরুল করিম জনি, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা সাইদুর রহমান আশ্রাফী, শ্রী শ্রী মা মাতঙ্গী দেবী মন্দির কমিটির সভাপতি স্বপন কান্তি সাহা, নারী উদ্যোক্তা জোহরা আক্তার রুমা, সুজনের উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাস্টার জাহাঙ্গীর মজুমদার, পৌর জামায়াতের নায়েবে আমির আবদুল অদুদ চৌধুরী, পরশুরাম প্রেস ক্লাবের সহ-সভাপতি ছবির আহমদ ফোরকান, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন,ক্রীড়া সম্পাদক মোঃ ইব্রাহিম, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ইউসুফ আলী, চিথলিয়া ঈদগাহের সভাপতি মেছবাহ উদ্দিন, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সুজনের সদস্য জাফর চৌধুরী, শহিদুল ইসলাম, নারী উদ্যোক্তা চুমকি কর্মকার, রিতা কর্মকার, সাবেক ইউপি সদস্য হাসিনা আক্তার প্রমুখ।
সম্প্রীতি সমাবেশ শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পরশুরাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা জসিম উদ্দিন মজুমদার।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হিন্দু ধর্মের প্রতিনিধি, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।