ফেনী সংবাদদাতা,১৩ই মার্চ।
এনডিএফ(ন্যাশনাল ডক্টরস ফোরাম)ফেনী জেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল শহরের গ্ৰান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডাঃমো শহিদুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এনডিএফের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোঃ আমিনুল হক,মূখ্য আলোচক ছিলেন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডাঃমোঃরুবাইয়াত বিন করিম, নোয়াখালী মেডিকেল কলেজের মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এমএ হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ ফজলুল হক লিটন,ফেনীর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী,জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। সন্চালনায় ছিলেন কার্ডিওলজিষ্ট ডাঃ আজিজুর রহমান মজুমদার।