
১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
হকার্স রিপোর্ট :
আগামী শনিবার (১৫ মার্চ) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ০৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ফেনী জেলায় স্থায়ী কেন্দ্র ৭ টি, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১২৩টি ও ভ্রাম্যমান ৭টিসহ সর্বমোট ১ হাজার ১৩৭টি কেন্দ্র হতে স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য সহযোগী সংস্থার সহযোগিতায় বাস স্ট্যান্ড, রেল স্টেশনসমূহে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।