
ফেনীতে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায়
সর্বদলীয় নেতাদের ঐক্যমত্য
স্টাফ রিপোর্টার :
‘পতিত আওয়ামীলীগ একচ্ছত্র রাজনীতি করতে গিয়ে সবধরনের স্বাধীনতা হরণ করেছে। বিগত ১৬ বছর ধরে ফ্যাসিজম কায়েম করেছে। দীর্ঘদিনের জঞ্জাল দূর করতে সময়ের প্রয়োজন। রাতারাতি অনেক কিছুই সম্ভব নয়। তবে বিগত ২০ বছরের মধ্যে এবারের রোজায় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। এটাও বর্তমান অন্তর্বতী সরকারের সফলতা। দেশে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে ঠিকই। যারা অপরাধী তারা কোন না কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে। রাজনৈতিক নেতাদের সদিচ্ছায় রাজনীতিতে দূর্বৃত্তদের প্রশ্রয় দেয়া না হলে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। শুধু তাই নয়, অপরাধ প্রবণতা কমাতে আইনের প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করা হয়।’ সভায় সব রাজনৈতিক দল, পেশাজীবী ও ধর্মীয় নেতৃবৃন্দ ফেনীর শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, ‘অতীত সময়ে গুটিকতেক রাজনৈতিক নেতার দূর্বৃত্তায়নের কারনে ফেনীর যে বদনাম হয়েছে তা যেন ভবিষ্যত সময়ে আর না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ’ গড়ি প্রতিপাদ্য নিয়ে সোমবার সকালে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে সম্প্রীতি সমাবেশে বক্তাগণ এসব কথা বলেন। শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সুজন- সুশাসনের জন্য নাগরিক জেলা সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
আলোচনায় অংশ নেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, হেফাজতে ইসলামের সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দীন মজুমদার সাচ্ছু, মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, এবি যুব পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহানারা আক্তার মনি, খেলাফত মজলিশের যুগ্ম-সম্পাদক আজিজ উল্যাহ আহমদী।
পিএফজি ফেনী সদর উপজেলা সমন্বয়কারী মোর্শেদ হোসেনের পরিচালনায় আলোচনায় আরো অংশ নেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন, পুরোহিত নারায়ন চন্দ্র, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, সাউথ ইস্ট ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ইমরান সেলিম, এখন টিভি প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, ইয়ুথ লিডার আরিফ হোসেন শুভ্র ও মেহেদী হোসাইন প্রমুখ। প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এরিয়া কো অর্ডিনেটর মো. রাসেল আহমেদ, রিজিওনাল কো-অর্ডিনেটর সৈয়দ নাসির উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম।