
পরশুরাম-ফুলগাজী প্রতিনিধি:
ফেনীর পরশুরামে ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও শ্রমিকরা। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা ও বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।
মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধের দাবিতে মালিক- শ্রমিকরা এসব কর্মসূচী পালন করে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে পরশুরাম উপজেলা পরিষদ চত্বরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ করে সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ইট নির্মাণ শ্রমিকরা। এসময় উপস্থিত ছিলেন সততা ব্রীকসের মালিক আনোয়ার হোসেন মজুমদার, গোপাল সরকার, জসিম হাজারি, জাহিদুল ইসলাম,আবুল কালাম আজাদ, খন্ডল হাই ব্রিকসের মোশাররফ হোসেন, বক্সমাহমুদ ব্রিকসের সবুজ মোল্লা প্রমুখ।
বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকতার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।