
সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে রমজান মাসে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে মঙ্গলকান্দি ও কাজির হাট বাজারের ৪ ব্যবসায়ীর ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (০৪ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি, মালামালের গুণগত মান ও মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়। আগামীতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।