
মোঃ জয়নুল আবদীন
পরশুরাম, ফুলগাজী সংবাদদাতাঃ
পরশুরাম উপজেলা ৪নং বক্স মাহমুদ ইউনিয়নের খন্ডল বাজার বণিক সমিতি নির্বাচনে সভাপতি এছহাক মিঞা,সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ভূঁইয়া। খন্ডল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত নির্বাচনে
১০৬ ভোটের মধ্যে ৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এছহাক মিঞা। ৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম ভূঁইয়া ।
সভাপতি নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন
আনোয়ার হোসেন ফুটবল মার্কা ১৭ ভোট এবং
আবুল কাশেম আনারস মার্কা ১৫ ভোট পেয়েছে।
সাধারণ সম্পাদকের নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন
আবুল হাসেম (মুহুরী) তালা মার্ক ৪৫ ভোট এবং
মোহাম্মদ আব্দুল আলিম মোরগ মার্ক ১১ ভোট পেয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে ভোটারেরা ভোট দিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। ১০৬ ভোটারের মধ্য ১০২ জন ভোটার ভোট প্রদানের অংশ গ্রহন করেন।সরে জমিনে ঘুরে জানা যায়, ৩ জন ভোটার বিদেশ চলে যাওয়ায় ভোট প্রদানে অংশ গ্রহণ করতে পারে নাই। বাকি ১ জন ভোটার অনুপস্থিত ছিল বলে জানা যায়।