
শহর প্রতিনিধি
ফেনীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নয়দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারী) শহরের ট্রাংক রোডস্থ জয়কালী মন্দির প্রাঙ্গণে প্রশিক্ষণের উদ্বোধন করেন ট্রাস্টি অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী।
‘ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের’ (২য় পর্যায়) প্রকল্প পরিচালক প্রনতি রানী দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট সমীর চন্দ্র কর, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিরা লাল চক্রবর্তী, জেলা ব্রাহ্মণ সমাজের সভাপতি জীবন কুমার আচার্য্য ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তমাল সরকার। সঞ্চালনা করেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জুনিয়র কনসালটেন্ট রুমা দত্ত বিশ্বাস।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী জানান, প্রশিক্ষণে হিন্দু আইন ও পুজা পদ্ধতি, ভুমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ এবং খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবা বিষয়ে ধারণা প্রদান করা হবে। এতে জেলার ছয় উপজেলার বিভিন্ন মন্দিরের ২৫ জন পুরোহিত প্রশিক্ষনে অংশগ্রহন করেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) সুকুমার চন্দ্র দাস জানান, ‘ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের’ (২য় পর্যায়) এর আওতায় এই প্রশিক্ষণ শুরু হয়েছে।