
মোঃ জয়নুল আবদীন, পরশুরাম প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব বলেছেন, আমরা সরকারের পদত্যাগ চেয়েছিলাম, কিন্তু তারা দেশত্যাগ করেছে। তিনি আরো বলেন আমাদের কারো জন্য যেন এমন পরিণতি না হয় সেজন্য মানুুষের পাশ্বে থেকে কাজ করতে হবে বলে আহবান করেছেন বিএনপির নেতাকর্মীদের প্রতি ।
বৃহস্পতিবার দুপুর ১১ টায় পরশুরামের গুথুমা খান বাহাদুর আবদুল আজিজ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন। অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল আলিম মাকসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, পরশুরাম পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, পরশুরাম পৌর জামায়াতের আমীর মো মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, উপজেলা ছাত্রদলের সভাপতি আতাহার হোসেন পাপরুল,সদস্য সচিব কামরুল হাসান বাবু।