![সোনাগাজীতে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ ও মতবিনিময় সভা সোনাগাজীতে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ ও মতবিনিময় সভা](https://www.hawkars.com/uploads/images/IMG-20250211-WA0027.jpg)
সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) সোনাগাজী উপজেলায় ৯নং নবাবপুর ইউনিয়নের বিসি লাহা স্কুল কলেজ মাঠে ফেনী জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার এস এম আল আমিন এর সভাপতিত্বে উক্ত নারী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম এবং ফেনী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সামসুল আরেফিন। জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী আহসান উল্লাহ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. নজরুল ইসলাম, বি.সি. লাহা স্কুল এন্ড কলেজের প্রভাষক তুষার ইব্রাহিম। স্বাগত বক্তব্যে সামসুল আরেফিন বলেন, আমাদের সমাজে পরিবারে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও খাবার গ্রহনের সময় তারা নিজেরা কম খান। ভালো খাবারটা তুলে দেন পরিবারের ছেলে সন্তানদের পাতে। এ বৈষম্য অবসান করা দরকার। ভালো খাবারটা মেয়ে সন্তানকে দেয়া উচিত।
তুষার ইব্রাহিম বলেন, আমরা পরিবারের শিশুদের মোবাইল ফোনে আসক্ত করে তুলছি, এটা যে কত বড় ক্ষতিকর বিষয় তা সহজে টের পাওয়া যায় না। বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে খেলার মাঠে পাঠানো উচিত।
জহিরুল আলম তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে নারীরা শুধু গৃহস্থলির কাজেই সীমাবদ্ধ নয়। তারা রাজনীতির হিসাব নিকেষেও অন্যতম নির্ধারক হয়ে উঠছে। এজন্য তাঁদেরকে আরো সচেতন হতে হবে। জাতি গঠনে আরো কার্যকর আরো শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
এস. এম. আল আমিন তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে নারীদের শিক্ষার হার বাড়লেও উচ্চ শিক্ষায় তারা অনেক পিছিয়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অনুপাতে নারীরা পিছিয় আছে। মানুষের বাঁচার জন্য যেসব মৌলিক অধিকার রয়েছে তা যেভাবে আমরা পূরণ করি, সেভাবেই মেয়েদের উচ্চ শিক্ষার অধিকারকে মর্যাদা দিয়ে পূরণ করা উচিত।