![পরশুরামে মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সভা দ্রæত নির্বাচনী তফসিল ঘোষণার সিদ্ধান্ত পরশুরামে মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সভা দ্রæত নির্বাচনী তফসিল ঘোষণার সিদ্ধান্ত](https://www.hawkars.com/uploads/images/IMG-20250211-WA0034.jpg)
পরশুরাম প্রতিনিধি ঃ
পরশুরামে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) সকালে পরশুরাম সরকারি মডেল পাইলট হাইস্কুল মিলনায়তনে সমিতির সভাপতি জয়নাল আবেদীন মজুমদারের সভাপতিত্বে এজিএম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আবদুল ওয়াহিদ মোঃ সালেহ। সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক জিন্নাহ ও মামুনুর রশিদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পরশুরাম সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী।
এজিএম’এ উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের সম্মতিতে নুর মোহাম্মদ ভূঁইয়াকে প্রধান নির্বাচন কমিশনার, নুর আহাম্মদ ও দীপক চন্দ্র পালকে নির্বাচন কমিশনার করে দ্রæত সময়ের মধ্যে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরশুরাম-ফুলগাজী শিক্ষক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন, নুরুল ইসলাম, চিথলিয়া নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম খোন্দকার, চন্দনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মজুমদার, পরশুরাম গার্লস পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ভূঁইয়া, গুথুমা কেবি আজিজ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইমরান হোসেন, বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কফিল উদ্দিন ভূঁইয়া, সমিতির যুগ্ম সম্পাদক ফরিদ আহমদ খান, কালিকাপুর বাশারত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নুর আহমেদ মজুমদার প্রমুখ।